সিলেট জেলার কানাইঘাট উপজেলার কৃষি অফিসের আয়োজনে ৩০ জুন উপজেলা পরিষদের হল রুমে খরিফ-২ মৌসুমে রোপা আমন ধানের প্রনোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার হায়দার আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনর্চাজ তাজুল ইসলাম পিপিএম, পৌরসভার মেয়র লুৎফর রহমান,৭ নং দক্ষিণ বানী গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃআবুল হারিছ, আলঙ্গীর হোসেন প্রমুখ।
প্রনোদনা কর্মসূচির আওতায় কানাইঘাট উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মোট ৩৮০ জন কৃষক কে এক বিঘা জমির জন্য যথাক্রমে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।
Leave a Reply