ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
মাগুরায় স্কুল শিক্ষকের উপর দুর্বৃত্তদের আতর্কিত হামলা
মোঃ রাশিদুল ইসলাম মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শ্রীরামপুরে দলাদলি ও পূর্ব শত্রুতার জের ধর এক স্কুল শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ।

সোমবার (২৮ জুন) রাত ৮ টার দিকে  ওই স্কুল শিক্ষক মাগুরা থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘট। উক্ত ঘটনার গুরুতর আহত স্কুল শিক্ষক হলেন শ্রীরামপুর গ্রামের মৃত আছির উদ্দিন মোল্যার ছেলে, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছবুর মোল্যা।  বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ভর্তি আছেন। আহতের পরিবার সূত্রে জানা যায়,স্কুল শিক্ষক আব্দুস ছবুর মোল্যা সোমবার রাতে মাগুরা হতে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে দ্বারিয়াপুর ও শ্রীরামপুর গ্রমের মাঝামাঝি পাকা রাস্তার উপর পৌছালে তাকে হত্যার উদ্দেশ্য পূর্ব পরিকল্পিত ভাবে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা হাতে রামদা,  ছ্যানদা, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রড, শাবল, বাঁশের লাঠি প্রভৃতি মারাত্মক দেশীয় অস্ত্র-শস্ত্র সহকার পথরোধ করিয়া মটর সাইকেল হতে নামাইয়া  আজ তোকে জানে মারিয়া ফেলবো অতপর তাকে বেধরক মারধর করলে মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তার কাছে কুরবানী ঈদের গরু কেনা বাবদ সংরক্ষিত নগদ ৬০,০০০ টাকা ছিনাইয়া নেয় দূর্বৃত্তরা।

আহত স্কুল শিক্ষক আব্দুস ছবুর মোল্যা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জানান আমাকে যখন দূর্বৃত্তরা মারধর করছিল তখন আমার আর্ত চিৎকারে শ্রীরামপুর গ্রামের মোঃ আশরাফুল, মোঃ শরিফুল, মোঃ হারুন, মোঃ সাহেব আলী সহ গ্রামের আরও অনেকে আগাইয়া আসিলে দুর্বৃত্তরা চলে যায় এবং যাওয়ার সময় এই কথা বলে যে, উক্ত বিষয় লইয়া মামলা মোকাদ্দমা করিলে জানে মারিয়া ফেলিবো। উক্ত ঘটনায় আহত স্কুল শিক্ষক আব্দুস ছবুর মোল্যার ভাই মোঃ মাসুদ পারভেজ মাগুরা সদর সদর থানায় একটি মামলা দায়ের করিয়াছেন। মামলার আসামিরা হলেন, (০১) মাসুদ পারভেজ (০২) আলম মিয়া, (০৩) সাব্বির মিয়া, (০৪) ইকুল বাবু (০৫) উজ্জ্বল মোল্যা, (০৬) জুয়েল মোল্যা (০৭) রুমান (০৮) মিজান মোল্যা, (০৯) সাদ্দাম সর্ব সাং শ্রীরামপুর ।

One response to “মাগুরায় স্কুল শিক্ষকের উপর দুর্বৃত্তদের আতর্কিত হামলা”

  1. … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/30883 […]

Leave a Reply

Your email address will not be published.

x