পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সারী-গোয়াইনঘাট ও গোয়াইনঘাট-রাধানগর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠেছে।
এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। সবকটি ইউনিয়নে কয়েক হাজার হেক্টর আমনের বীজতলা তলিয়ে গেছে বানের পানিতে। গত ২ দিনের ভারি বৃষ্টি আর উজান থেকে সারী ও পিয়াইন নদী দিয়ে নেমে আসা পানিতে তলিয়ে গেছে উপজেলার বেশ ক’টি ইউনিয়নের নিম্নাঞ্চল। এতে গ্রামীণ রাস্তাঘাট, মৎস্য খামার, বোনা আমন, রোপা আউশ, আমনের বীজতলা এবং প্রচুর পরিমাণ মৌসুমি সবজি বাগান পানিতে তলিয়ে গেছে।