ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
সিলেটে করোনা শনাক্তে রেকর্ড, মৃত্যু ১
অনলাইন ডেস্ক

সিলেটে একদিনের ব্যবধানে চলতি বছরের সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে রেকর্ড ২৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৫৮ জন রোগীর মধ্যে ১৪৯ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১৬ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৪৬ জন রয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় সিলেটে ১১৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৮৬ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ৩ জন ও ২৫ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ৫২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬ হাজার ৮৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৬৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৭১৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯৭১ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৬৮ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৮২ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ২৩ হাজার ৪৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৯৩৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৩২ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২৬৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫১ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ২ ও মৌলভীবাজারের হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৫৮ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১১৪ জন। এসময়ে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।’

One response to “সিলেটে করোনা শনাক্তে রেকর্ড, মৃত্যু ১”

  1. … [Trackback]

    […] Read More here on that Topic: doinikdak.com/news/30444 […]

Leave a Reply

Your email address will not be published.

x