ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন
দ্বিতীয় দিনে-সিলেটে ঢিলেঢালা লকডাউন
রুবেল আহমদ সিলেট প্রতিনিধি

করোনা সংক্রমণের উর্ধ্বগতি রোধে শুরু হওয়া লকডাউনের দ্বিতীয় দিন সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। বিধিনিষেধগুলো মানার ক্ষেত্রে সিলেটে সচেতনার অভাব দেখা দিয়েছে। এমনকি পথচালিত অনেকেরই মুখে মাস্ক দেখা যায়নি। তবে প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের সীমিত পরিসরের লকডাউনে সিলেটে যানবাহন ও মানুষের সংখ্যা কম রয়েছে।

সীমিত পরিসরের লকডাউনের দ্বিতীয় দিনে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টে চলছে পুলিশের অভিযান। মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে কুমারগাঁও পয়েন্ট, সুবিদ বাজার পয়েন্ট,আম্বরখানা পয়েন্ট,চৌহাট্টাপয়েন্ট,জিন্দাবাজারপয়েন্ট,টিলাগড়পয়েন্ট,বন্দরবাজার পয়েন্ট, শেখঘাট পয়েন্ট,রিকারিবাজার পয়েন্টসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।

সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।

জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

3 responses to “দ্বিতীয় দিনে-সিলেটে ঢিলেঢালা লকডাউন”

  1. 뉴토끼 says:

    … [Trackback]

    […] Here you can find 34228 more Info on that Topic: doinikdak.com/news/30428 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/30428 […]

Leave a Reply

Your email address will not be published.

x