গতকাল শনিবার মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)র অভিযানে বন্দর বাজারস্থ ১নং মহাজন পট্টি গলির মুখের লক ওয়াল্ড নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে দুইশত গ্রাম গাজা সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবু হুরাইরা খান নাহিদ(২১), তার বাবার নাম তখলিস খাঁন। সে নগরের ২৪ নং ওয়ার্ড শাহজালাল উপশহরের সবুজবাগ এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত গাঁজা সিলেট শহরের কাষ্টঘর এলাকা থেকে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট সে খুচরা ও পাইকারী দরে বিক্রি করে আসছিলো ।গ্রেফতারকালে তার হেফাজাত হতে আনুমানিক ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহিন মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় । আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।