হীমেল মিত্র অপু, রংপুর: সারাদেশের ন্যায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য সাতদিনের লকডাউন ঘোষণা করেন সরকারের পক্ষ থেকে। সকাল থেকে রংপুর নগরীর বেশিরভাগ সড়কে অটো চলতে দেখা গেলেও ভাড়ি যানচলাচল করতে দেখা যায়নি। জেলা প্রশাসকের ম্যাজিষ্ট্রেটের পক্ষ থেকে গুনতে হচ্ছে জরিমানা।
ফেসবুক ভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরাই পাশে রংপুর গ্রুপ কে মাঠে মাস্ক বিতরণ সামাজিক দূরত্ব বজায় রাখা ও সরকারের বিধিনিষেধ গুলো মেনে চলার জন্য মাইকিং করতে দেখা গেছে। সংগঠনটি সকালে টাউন হলচত্বরে সমবেত হয়ে গ্রুপ উপদেষ্টা রংপুর বিভাগীয় প্রতিনিধি আফতাব হোসেনের আনুষ্ঠানিক সাতদিনের কমর্সুচী উদ্বোধনের মধ্য দিয়ে সিটি বাজার পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব চত্বরের এসব জনসচেতনতামূলক কার্যক্রম করতে দেখা যায়।
গ্রুপের প্রতিষ্ঠাতা আকাশ খান জানান, করোনার প্রথম ঢেউয়ে আমরাই পাশে রংপুর মাঠে থেকে মানুষ কে সচেতন করতে কাজ করেছি এখন দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংগঠনটি মাঠে নেমেছে। আগামী সাতদিন মাঠে থেকে সামাজিক দূরুত্ব নিশ্চিত সহ সরকারের সকল বিধিনিষেধ গুলো যেন মানুষ সহজে মানতে পারে তার জন্য কাজ করে যাবে।
Leave a Reply