ঢাকা, বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
কালিহাতীতে ডাক্তার বোরহান উদ্দিনের মৃত্যু 
মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের কালোহা গ্রামের ডাক্তার বোরহান  উদ্দিন (৭০) নামে  শুকবার (২৫ জুন) রাত ৯টার দিকে কুমিল্লা তার ছেলের বাসায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তাহার নিজ গ্রাম কালোহা বাজারে বোরহান মেডিকেল হল এর সত্ত্বাধিকারী তিনি। ৩০বছর যাবত ডাক্তারি পেশার সাথে জড়িত থেকে অত্র এলাকার মানুষকে  সল্প টাকায় ভালো চিকিৎসা দিয়ে আসছেন।

তার মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে শওকত হোসেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সকাল সাড়ে ১০টায় কালোহা হাসপাতাল মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক গোরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।

 

x