ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
চুনারুঘাটের বীরমুক্তিযোদ্ধা নমীর খাঁনের মৃত্যু
আব্দুর রাজ্জাক রাজু

চুনারুঘাটের বীরমুক্তিযোদ্ধা নমীর খাঁন (৭০) আর নেই।ইন্নাল ইল্লাহি….রাজিউন।

তিনি আহম্মদাবাদ ইউনিয়নের দক্ষিন ছয়শ্রী (বাঘাডাইয়্যা)  গ্রামের মৃত মঞ্জুর খাঁনের কৃতি সন্তান।

(২৫ জুন) শুক্রবার সকাল ১০ টায় বুকে ব্যাথা হলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।সেখানে সকালে ১১.৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় নমীর খাঁন ৩নং সেক্টরের একজন যোদ্ধা হিসাবে সাহসের সাথে যুদ্ধ করেন।এলাকায় সদা হাস্যউজ্জল ও বলিষ্ঠ কন্ঠসুর হিসাবে তার পরিচিতি রয়েছে।শেষ বয়সে তিনি মসজিদে আজান দিতেন এবং পবিত্র হজ্বে যাওয়ার জন্য টাকা জমা করে রাখছিলেন।করোনার কারণে হজ্ব বন্ধ থাকায় যেতে পারেননি।

মরহুমের ১ম জানাজা দঃ ছয়শ্রী বাঘাডাইয়্যা জামে মসজিদের সামনে ও দ্বিতীয় জানাজা আমুরোড ঈদ গায়ে অনুষ্ঠিত হয়।

বিকালে চুনারুঘাটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন পালের উপস্থিতিতে চুনারুঘাট থানা পুলিশ  রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে শ্রদ্ধা জানায়।

এসময়  স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার হাজী আঃ রহমান আজাদ ও আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।এছাড়া চুনারুঘাট উপজেলা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ড এর সভাপতি আব্দুস সালাম ও সেক্রেটারী কাউছার আহমদ রনি,গাজিপুর ইউনিয়নের আহবায়ক অলি হাসান পাটুয়ারী,আহম্মদাবাদ যুবলীগের সেক্রেটারী শফিকুর রহমান সাপু মেম্বার,তারা মিয়া খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

3 responses to “চুনারুঘাটের বীরমুক্তিযোদ্ধা নমীর খাঁনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/29342 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/29342 […]

  3. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/29342 […]

Leave a Reply

Your email address will not be published.

x