টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর গ্রামের পুর্বশত্রুতার জের ধরে একটি ফার্মের মোরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার রাতে ওই গ্রামের জুলহাসের ফার্মে এঘটনা ঘটে।
ভুক্তভোগি জুলহাস জানান,উপজেলার রামপুর পুরাতন বাজারে পাশে জুলহাস( ৫২) কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট করে প্রতিবেশি চলঠু ও তার ছেলে দেলোয়ার। এঘটনায় বুধবার জুলহাস বাদী হয়ে কালিহাতী থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর ওই রাতেই জুলহাসের ফার্মের বেড়ার নেট কেটে ফার্মে ডুকে ২১৮ টি মোরগি মেরে ফেলা হয়।
এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনকারি কর্মকর্তা এস আই ফজলুর রহমানের মুঠো ফোনে বার বার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ( ওসি) মোল্লা আজিজুর রহমান জানান,এবিষয় আমার জানা নেই,এস আই ফজলুর রহমান ছুটিতে আছে।আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।