ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কালিহাতী পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধি-নিষেধ জারি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

২৫ জুন থেকে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভায় সাত দিনের জন্য কঠোর বিধি-নিষেধ জারি করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসন।

করোনা ভাইরাস প্রতিরোধে ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত টাঙ্গাইলের সদর পৌরসভা ও এলেঙ্গা পৌরসভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধি-নিষেধ চলমান রয়েছে।  বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার পর টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত  বিভাগীয় কমিশনারের সাথে ভিডিও কনফারেন্স শেষে জেলা করোনা  প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ জেলা করোনা প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *