দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভায় ৬১ লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার পাকা রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
বৃহস্পতিবার (২৪ জুন) বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্বজগন্নাথপুর ষ্টেশন মসজিদ থেকে ফায়ার সার্ভিসের মোড় পর্যন্ত ৬১লক্ষ টাকা ব্যয়ে পাকা রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন কালে কাজের অগ্রগতি। গুরুত্বপূর্ণ শহরের অবোকাঠামো উন্নয়ন ও প্রকল্পের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। সেই সংঙ্গে ৩নং ওয়ার্ড বাসীদের সাথে কথা কুশল বিনীময় করেন
এসময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোঃ মাজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মোঃ সজল, সহকারী হিসাব রক্ষক মোঃ রায়হান কবির চপল, ষ্টোর কিপার নূরে আলম সিদ্দিক (বাবু), কার্য্য সহকারী মনিরুজ্জামান, আঃ রাজ্জাক, এরশাদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
পরিদর্শনকালে পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী বলেন, মাননীয় সাংসদ মোঃ শিবলী সাদিক মহাদয়ের দিক নির্দেশনায় বিরামপুর পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, পৌর শহর এলাকায় মধ্যে কোনো রাস্তা কাঁচা থাকবে না। তারণ্যের অহংকার, গরীব-দুঃখী মহোনতী মানুষের বন্ধু মাননীয় এমপি মোঃ শিবলী সাদিক মহাদয়ের মাধ্যেমে বিরামপুর পৌরসভার নাগরিক সেবা উন্নয়নে পর্যায়ক্রমে পৌর সভার সকল পাকা করা হবে।