মোংলায় চলমান কঠোর বিধি নিষেধ আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ভোর ৬টা থেকে নতুন এই বিধি নিষেধ শুরু হয়েছে। বুধবার (২৩ জুন) বিকেলে জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বিধি নিষেধের ঘোষণা দেন। চলমান কঠোর বিধি নিষেধের ফলে মোংলা বন্দর শহরের সকল দোকান পাট বন্ধ রয়েছে। তবে বন্দরে অবস্থানরত সকল বানিজ্যিক জাহাজের পন্য খালাস স্বাভাবিক থাকলেও ওইসব জাহাজের নাবিকদের বন্দরের স্থলভাগে নামার উপর কঠোর নিষেধাঙ্গা দেয়া হয়েছে।এর আগে হঠাৎ করে করোনা সংক্রমণ ও শনাক্ত বেড়ে যাওয়ায় গত ৩০ মে থেকে মোংলায় শুরু হয় কঠোর বিধি নিষেধ।
এদিকে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ৩২ জন করোনা পরীক্ষা করিয়েছেন। তাদের মধ্যে ৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরিক্ষন বিভেচনায় শনাক্তেরহার শতকরা ২২ ভাগ। এর আগে মঙ্গলবারের হার ছিল ৩৫ ভাগ, আর সোমবার ছিল ৪৩ ভাগ