নাহিদ আখতার. জয়পুরহাট: জয়পুরহাটে প্রসব বেদনায় কাতর হয়ে অটোরিক্সায় কন্যাসন্তান জন্ম দিলেন আলেয়া বেগুম নামে এক নারী।
সোমবার বেলা ১১টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড এলাকায় এ ঘটনা ঘটে। আলেয়া বেগম হলেন সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালী কবিরাজ পাড়ার মুনসুর রহমানের স্ত্রী।
পরিবার সুত্রে জানা যায়, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পালী কবিরাজপাড়া থেকে সকাল সাড়ে ৯টার দিকে প্রসব ব্যাথা উঠলে তার আত্মীয়স্বজন দ্রুত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে পাঁচুর মোড এলাকার জাহানারা প্লাজার গলিতে কন্যাসন্তানের জন্ম হয়।
এসময় স্হানীয় লোকজন জেলা প্রসাশনকে খবর দিলে সদর নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়, জেলা পরিবার পরিকল্পনা অফিস উপ-পরিচালক ডাঃ কাজী মোহাম্মদ জোবায়ের গালীব সহ
ঘটনাস্থলে এ্যামব্যুলেন্স ও নার্স এসে নাড়ি কেটে নবজাতক ও প্রসূতি মাকে জেলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। কর্ত্ববরত ডাক্তার জানান বর্তমানের তারা সুস্থ্য আছেন।