দক্ষিণ সুরমার হুমায়ুন চত্তর থেকে ৯ কেজি গাঁজাসহ আটক এক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।
তার নাম মো. সুফি মিয়া (৩৮)। তিনি হবিগঞ্জের চুনারুঘাটের পানছড়ি আশ্রয়ণ প্রকল্পের মৃত ধনু মিয়ার ছেলে।
আজ সোমবার ( ২১ জুন ) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন রশীদ চত্তর এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৯, সিলেট ক্যাম্পের একটি দল।
এসময় তার কাছ থেকে ৯ কেজি ২শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানিয়েছেন, সুফি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তারা তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছেন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।