ঢাকা, বুধবার ২৬ মার্চ ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
জগন্নাথপুরে কমদামে টিসিবি পণ্য বিক্রি
অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার দর থেকে অনেক কমদামে সরকারি টিসিবি পণ্য বিক্রি হয়েছে। ২১ জুন সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রি করা হয়। টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের মালিক উপজেলার রাণীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়ের মাধ্যমে ৩০০ জনের মধ্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়।

জনপ্রতি ৪ লিটার সোয়াবিন ৪০০ টাকা, ১ কেজি চিনি ৫৫ টাকা ও ১ কেজি মশুর ডাল ৫৫ টাকায় বিক্রি করা হয়েছে। যা খুচরা বাজারে প্রতি লিটার সোয়াবিন ১৪৫ থেকে ১৫০ টাকা, প্রতি কেজি চিনি ৬৫ থেকে ৭০ টাকা ও প্রতি কেজি মশুর ডাল ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই কমদামে সরকারি টিসিবি পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়।

x