ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
শরীয়তপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু -২
শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের  কাজির হাট থেকে( ১৭ জুন) গরু কিনে গাড়ি চালিয়ে বাড়ি যাবার সময়, গাড়ির চেসিস ভেঙ্গে ড্রাইভার ফারুক শেখ ( ৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জানাজায়, গাড়িটি কাজির হাট থেকে ছেড়ে বিকাল চারটার দিকে বিলাসপুর বাজারের পাশে পৌঁছলে, হঠাৎ গাড়ির চেসিস ভেঙে ড্রাইভার ছিটকে পড়ে।তাৎক্ষণিক জাজিরা হাসপাতাল কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি শরীয়তপুর নড়িয়া থানাধীন তালতলা এলাকার হাফিজ উদ্দিন শেখ এর ছেলে। বর্তমানে লাশ জাজিরা থানায় আছে বলে জানা যায়।

এছাড়াও (১৭ জুন) সকাল অনুমান ১১ টার সময়, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরচিকন্দী খলিল হাওলাদারের বাড়ির সামনে, গরুর গাড়ি ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আজাহারুল (৩০) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে।

2 responses to “শরীয়তপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু -২”

  1. RNS-MO-nor says:

    Разрешение на строительство — это официальный запись, предоставленный полномочными органами государственного управления или территориального самоуправления, который позволяет начать строительство или исполнение строительного процесса.
    Разрешение на строительство здания задает юридические основания и регламенты к строительному процессу, включая узаконенные разновидности работ, допустимые материалы и приемы, а также включает строительные стандарты и пакеты безопасности. Получение разрешения на возведение является необходимым документов для строительной сферы.

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/26723 […]

Leave a Reply

Your email address will not be published.

x