ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
মাদ্রাসা ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা জেলহাজতে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুরের বদরগঞ্জে ষষ্ঠ শ্রেণিতে পড়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। গ্রেফতারকৃত মধুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হককে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে হয়রানি করা হচ্ছে বলে তার সমর্থকরা দাবি করেছেন।

তবে পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করে এরই মধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ জুন দুপুরে বাড়ির পাশের মাঠে প্রতিবেশি ওই ছাত্রীকে কৌশলে ডেকে নেন এনামুল। এক পর্যায়ে শিশুটির মুখ চেপে ধরে ভুট্টা ক্ষেতে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

এ ঘটনায় সোমবার (১৪ জুন) সন্ধ্যায় ওই ছাত্রীর মা বদরগঞ্জ থানায় ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ করেন। পুলিশ রাতেই নিজ বাড়ি থেকে এনামুল হককে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, অভিযোগ পেয়ে রাতেই এনামুল হককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

x