ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২২ তম মৃত্যু বার্ষিকী পালন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লাখাই প্রেসক্লাব, লাখাই রিপোর্টার্স ইউনিটি, লাখাই সাংবাদিক ফোরাম ও লাখাই অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক প্রোটন দাস গুপ্তের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ই জুন) বিকাল ৩ ঘটিকায় উপজেলার বুল্লা বাজারস্ত লাখাই প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজের সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের পরিচালনায়  শোকসভায় বক্তব্য রাখেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন,  সাংবাদিক ফোরাম লাখাই কমিটির সভাপতি সুশীল চন্দ্র দাস, হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান, কোষাধ্যক্ষ তাফাজ্জুল হক, নির্বাহী সদস্য ডিপ্লোমা কৃষিবিদ শামীম আহমদ চৌধুরী  সায়েদুর রহমান,  জাহাঙ্গীর আলম প্রমুখ।

আজ (১৪ জুন) সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২২ তম মৃত্যু বার্ষিকী। ২২ বছর পূর্বে আজকের এ দিনে সন্ত্রাসীদের হাতে অকালে প্রাণ হারান তুখোড় সাংবাদিক প্রোটন দাশগুপ্ত ।

ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এম.কম শেষ বর্ষের ছাত্র  ও থাকাকালীন জাতীয় ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য ছিলেন    এছাড়া কাজ করেন তৎকালীন দৈনিক লালসবুজ ও  সাপ্তাহিক সুগন্ধা পত্রিকার  মতো নামকরা পত্রিকায়। তিনি ছিলেন লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ।

উল্লেখ্য, সাংবাদিক প্রোটন দাশ গুপ্তকে ১৯৯৯ সালের ১৪ই জুন রাতে হবিগঞ্জ বাসস্ট্যান্ডে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বজন গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন তিনি। তার পিতার ডাঃ সুভাষ দাশ গুপ্ত ও  মাতা রেনু বালা দাশ গুপ্তা।

৪ জন ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বড় ভাই ভোলারাম দাশগুপ্ত নিউটন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত, ছোটভাই আশীষ দাশগুপ্ত সাংবাদিকতা পেশার সাথে জড়িত এবং বর্তমানে লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব  পালন করছেন। তার ছোট বোন শংকরী দাশ গুপ্তা স্বাস্থ্য সহকারী হিসেবে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন।

এ ব্যাপারে সাংবাদিক প্রোটন দাশগুপ্তের ছোট ভাই সাংবাদিক  আশীষ দাশ গুপ্ত জানান,    প্রতিবছর উনার মৃত্যুবার্ষিকীতে আমরা পারিবারিকভাবে ধর্মীয় রীতিনীতি মেনে বিদেহী আত্মার শান্তি কমনার্থে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । তাছাড়া মন্দিরে বিশেষ প্রার্থনা করি। হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ সাংবাদিক   প্রোটনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন,

লাখাইয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক প্রোটন দাশগুপ্তের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *