ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
মেহেরপুরে কোল্ডড্রিং ভেবে বিষপানে শিশুর মৃত্যু
জাহিদ মাহমুদ মেহেরপুর

মেহেরপুরে কোল্ডড্রিংস ভেবে বিষপান করে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে। ওই শিশুটি ঝাউবাড়িয়া গ্রামের মিলপাড়ার শাহজামাল খানের ছেলে তাহসিন (৪)।

সোমবার সকালে তাকে দাফন করা হয়েছে। রবিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত তাহসিনের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে তাহসিনের বাবা শাহজামাল খান একটি টাইগারের বোতলে ( এনার্জি ড্রিঙ্ক) ঘাস মারা বিষ রেখেছিল। সেটি মাঠে নিয়ে যাওয়ার জন্য বাইরে বের করে রাখার পর ঐ শিশুটি কোলড্রিংস ভেবে পান করে। পরে বিষয়টি সকলের নজরে আসলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তার শারিরিক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থা আরো খারাপের দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

 

2 responses to “মেহেরপুরে কোল্ডড্রিং ভেবে বিষপানে শিশুর মৃত্যু”

  1. Oryza Rosa says:

    … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/25298 […]

  2. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/25298 […]

Leave a Reply

Your email address will not be published.

x