রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য মাকে ভর্তি করাতে এসে দালাল-কর্মচারীদের অতিরিক্ত টাকা না দেয়ায়, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনার পর দালালদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আজ (১৩ জুন) রোববার বেলা সাড়ে ১২টার সময় হাসপাতালের জরুরী বিভাগ, মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগে অভিযান চালায় গোয়েন্দা বিভাগের পুরো জনবল।
এ সময় গ্রামের সহজ-সরল রোগীদের জিম্মি করে অর্থ আদায় করা দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। করোনা দূর্যোগকালীন সময়ে পুলিশের এ তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন ভূক্তভোগীরা।
দালালদের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিমনার ফারুক আহমেদ।