ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনা নিহত দু’জন নীলফামারীর সন্তান
জাকির, নীলফামারী প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতুর উপর বাস ও লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ৭জন। সংঘর্ষের ঘটনায় লরিতে আগুন লেগে যায় বলে জানায় কর্তৃপক্ষ। পরে যানচলাচল বন্ধ হয়ে সেতুর দুইপাশেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হলেন, নীলফামারীর ডিমলা উপজেলার,গয়াবাড়ি ও ছোট খাতা ইউনিয়নের মফিজ উদ্দিনের ছেলে মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।

শনিবার (১২ জুন) দিবাগত রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ ঘটনা ঘটে। এতে লরিতে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলে নিহত হয়।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানায়, রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস একটি লরিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে লরিটি উল্টে গিয়ে আগুন ধরে গেলে দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হয় ৭জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া দুইজনের মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতুপশ্চিম থানার উপ-পরিদর্শক আরিফুল রহমান জানান, দুর্ঘটনায় কবলিত পরিবহন দুটি উদ্ধারের পর সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। এরআগে সেতুর উপর গাড়িতে আগুন লাগায় সেতুর দুইপাশের মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুপশ্চিম টোলপ্লাজা হতে কড্ডার মোড় পর্যন্ত মহাসড়কে একলেনে যানজট রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রাতে বঙ্গবন্ধু সেতুর উপর আগুন লাগার ঘটনার পর থেকেই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমেছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন আমি যোগাযোগ করতেছি। এখন পর্যন্ত লাশ আনা হয়নি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া করে নিজ নিজ এলাকায় লাশ পৌঁছানোর হবে।

3 responses to “বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনা নিহত দু’জন নীলফামারীর সন্তান”

  1. Its like you learn my mind! You appear to grasp so much approximately this, such as
    you wrote the e-book in it or something. I feel that you can do with some p.c.
    to pressure the message home a bit, however other than that, this is excellent blog.
    A fantastic read. I will certainly be back.

  2. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/24968 […]

  3. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/24968 […]

Leave a Reply

Your email address will not be published.

x