ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১২:০০ অপরাহ্ন
হুমকির মুখে লাখাই বাজার প্রতিরক্ষা দেওয়াল, সংস্কারের উদ্যোগ নেই
আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ

হবিগঞ্জের   লাখাই উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থিত লাখাই বাজার। ব্রিটিশ আমলের পূর্বে থেকে  এ  বাজার। স্বাধীনতার পর নির্মাণ করা হয় প্রতিরক্ষা দেওয়াল। লাখাই বাজারে প্রতিরক্ষা দেওয়াল বর্তমানে প্রতিরক্ষা বেহাল দশা হয়ে পড়েছে। বর্ষায় বড় ধরনের ঢেউ হলে যেকোনো সময় নদীর গর্ভে বিলীন হয়ে যেতে পারে এ বাজার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের উত্তর পশ্চিম দিকের প্রতিরক্ষা দেওয়ালটি পুরাতন হওয়ায় কোন কোন স্থানে ফাটল দিয়ে ভেঙে পড়েছে। আবার কোন কোন জায়গায় ভেঙ্গে ধসে পড়েছে ফলে হুমকির মুখে পড়ছে লাখাই বাজার। গত বছর বর্ষায় পানি বৃদ্ধি পেয়ে বাজারের প্রতিরক্ষা দেওয়ালের ২/৩ ফোট উপরে উঠে যাওয়ার প্রচণ্ড ঢেউয়ের আঘাত লেগে দেওয়ালের প্রায় ২০০ ফুট ভেঙ্গে গেছে। কয়েক বছর ধরে বাজারের কোন কোন স্থান ভেঙে পড়ছে।

লাখাই বাজারে ব্যবসায়ী আরাধন কর্মকার বলেন, আমার বাজারের দোকানের পেছনে ইটের দেয়াল ভেঙে নিয়ে গেছে ঢেউয়ে। প্রতিরক্ষা দেওয়ালের বেশিরভাগ স্থানে প্রায় ৩/৪ ফুট উপরের অংশের দেওয়াল ধসে পড়েছে। কয়েক বছর আগে থেকে বর্ষার পানি বেশি হলে বর্ষার ঢেউ সরাসরি বাজারে আঘাত আনলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজার। নিজেদের উদ্যোগে বস্তার ভিতর মাটি ভরে প্রতিরক্ষা দেওয়ালের উপরে দিয়ে নিজ নিজ দোকানের অংশ রক্ষা করে আবার প্রবল ঢেউ হলে মাটি ভর্তি বস্তাসহ ভেঙ্গে পড়ে যায়। একরকম ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে বর্ষাকালে লাখাই বাজারে ব্যবসায়ীদের ব্যবসা করতে হয়।

Leave a Reply

Your email address will not be published.

x