ঢাকা, বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
মেহেরপুরে অগ্নিকান্ডে বিধবার বসতঘর ভস্মীভূত
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে  সালেহা খাতুন নামের বিধবার বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্থ সালেহা তেঁতুলবাড়ীয়া গ্রামের পূর্বপাড়ার মৃত পেজের আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান,সালেহার রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন তার বসতঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানাের চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় বসতঘরে রাখা নগদ টাকা ও আসবাবপত্রসহ আনুমানিক দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে আবেদন করলে,ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযােগিতা করা হবে।

x