ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
কাষ্টঘর থেকে পাইকারীতে ইয়াবা কিনে বিক্রি হতো খুচরো দরে
সিলেট প্রতিনিধি

সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টস্থ শিল্পী সেলুনের সামনে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে অভিযানে গ্রেফতারকৃত এই ব্যক্তির নাম মো. সাইদুল ইসলাম করিম ৩৩। সে মৌলভীবাজারের বড়লেখার কাজিরবন গ্রামের মস্তাকিন আলীর ছেলে।বর্তমানে সে সিলেট নগরীর খাসিটুলার কামাল মিয়ার বাসায় বসবাস করতো।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা  পুলিশের  টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরীর রিকাবীবাজার পয়েন্টস্থ শিল্পী সেলুনের সামনে এক অভিযান পরিচালনা করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিঃ)রমিজ আহমদের নেতৃত্বাধীন এই অভিযানে মাদক কারবারি সাইদুলকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট নগরীর কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট খুচরো ও পাইকারী দরে বিক্রি করে থাকে।

আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

x