ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
হবিগন্জ জেলার দূর্ধর্ষ ডাকাত লুলু মিয়া ওরফে সেলিম মিয়া গ্রেপ্তার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নবীগন্জ তথা হবিগন্জ জেলার দূর্ধর্ষ ডাকাত, ডজন খানেক ডাকাতি মামলার আসামী লুলু মিয়া ওরফে সেলিম মিয়াকে র‌্যাব ও পু‌লি‌শের যৌথ অভিযা‌নে গ্র‌েফতার করা হ‌য়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাত লুলু মিয়া ওরফে সেলিম মিয়া নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের মৃত. ছান্দ উল্লাহর ছেলে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ডাকাত লুলু মিয়ার বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা রয়েছে হবিগঞ্জ জেলার ৭টি থানায়। এ ছাড়াও  ডাকাতি মামলার ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে।

x