ঢাকা, বুধবার ১৮ জুন ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
মেহেরপুরে এডিপি’র অর্থায়নে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ

মেহেরপুরে ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অর্থায়নে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করেন।

উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে, সাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুনেছা লতা।

বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।

x