ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন
জগন্নাথপুরে চলছে টিসিবি পণ্য বিক্রি
নিকেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজার দর থেকে অনেক কমদামে সরকারি টিসিবি পণ্য বিক্রি চলছে। ৯ জুন বুধবার উপজেলা পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রি করা হয়।

টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্সের মালিক বিশিষ্ট ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়ের মাধ্যমে মোট ২০০ জনের মধ্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। এতে জনপ্রতি ৪ লিটার সোয়াবিন, ১ কেজি চিনি ও ১ কেজি মশুর ডাল করে ৩ পদ পণ্য ব্যাগ সহ ৫২০ টাকায় বিক্রি করা হয়। এতে প্রতি লিটার সোয়াবিন ১০০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মশুর ডাল ৫৫ টাকা দরে বিক্রি করা হয়েছে।

যা খুচরা বাজারে প্রতি লিটার সোয়াবিন ১৪০ থেকে ১৪৫ টাকা, প্রতি কেজি চিনি ৬৫ থেকে ৭০ টাকা ও প্রতি কেজি মশুর ডাল ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। যে কারণে কমদামে টিসিবি পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

 

One response to “জগন্নাথপুরে চলছে টিসিবি পণ্য বিক্রি”

  1. … [Trackback]

    […] Here you can find 52163 additional Information on that Topic: doinikdak.com/news/23818 […]

Leave a Reply

Your email address will not be published.

x