ঢাকা, রবিবার ১৫ জুন ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
মেহেরপুরে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ
জাহিদ মাহমুদ, মেহেরপুর

মেহেরপুরে এক বৃদ্ধের বিরুদ্ধে ০৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে সদর উপজেলার রঘুনাথপুর আশ্রায়ন কেন্দ্রে।

ঐ বৃদ্ধার নাম আব্দুস সাত্তার (৫৫)।

এ ঘটনায় বৃদ্ধ আব্দুস সাত্তারের বিরুদ্ধে  মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেছে ধর্ষিতার পরিবার।

মামলার বিবরণে ওই শিশুর পিতা উল্লেখ করে, তার ৯ বছর বয়সী শিশু কন্যা রাস্তার পাশে খেলা করছিল। এমন সময় রঘুনাথপুর গ্রামের আব্দুস সাত্তার আমার মেয়েকে ফুঁসলিয়ে একটি পাট খেক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে আমার মেয়েকে মুখ বেঁধে ফেলে রেখে পালিয়ে যায়।

বিষয়টি এলকায় ছড়িয়ে পড়লে ওই শিশুর পিতা মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ ধারা একটি মামলা দায়ের করেন। যার মামলা নং মেহেরপুর থানা-৯ । ঘটনার পর থেকেই আব্দুস সাত্তার পলাতক রয়েছেন।

 

 

 

x