টাঙ্গাইলের কালিহাতীতে নতুন করে মোট ২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সোমবার (৭ জুন) ২৫ টি নমুনা পরীক্ষায় ১৫ জন এবং মঙ্গলবার (৮ জুন) ১০ টি এন্টিজেন নমুনা পরীক্ষায় ৬ জন পজেটিভ হয়।
তারা হলেন উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামের ফারুক মিয়ার ছেলে জয়নাল (৭৫), নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের রেনু তালুকদারের ছেলে আব্দুল বারেক (৬৫), বীরবাসিন্দা ইউনিয়নের মরিচকুড়ি গ্রামের ইদ্রিস আলীর ছেলে আবুল হাসেম (৫০), এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী গ্রামের জলিল সিকদারের ছেলে সেলিম (৩৪), বাংড়া ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আব্দুল সামাদের ছেলে আব্দুল আলিম (৪২), বিলবর্ণী গ্রামের শাহ আলমের স্ত্রী মরিয়ম (৭০), ঘাটাইল উপজেলার টেরুবাড়িয়া গ্রামের হামিদ সরকারের ছেলে শাজাহান আলী (৫৪), দিঘলকান্দি ইউনিয়নের দত্তগ্রামের আব্দুল লতিফের মেয়ে হামজা (১৭), কালিহাতী পৌরসভার কামার্থী গ্রামের আরিফের স্ত্রী স্বর বানু (৭০)
, সিলিমপুর গ্রামের জোগেন্দ্র চন্দ্রের ছেলে প্রতিশ চন্দ্র (৬০), সিলিমপুর চাটিপাড়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৪), সাতুটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে সিয়াম (২০), ভূঁইয়া কামার্থী গ্রামের ওমর আলীর স্ত্রী মমতা (৩৫), কালিহাতী গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী আছিয়া (৫০), নাগাবাড়ী ইউনিয়নের মরিচা গ্রামের আফসার আলীর স্ত্রী ফুলি বেগম (৪০), সল্লা ইউনিয়নের বড়বাজু পাথাইলকান্দি গ্রামের শাজাহান মন্ডলের ছেলে মুক্তার (৩৫), দশকিয়া ইউনিয়নের হারুনুর রশিদের স্ত্রী মিতু (২২), সহদেবপুর ইউনিয়নের সাতকুড়িয়া গ্রামের আবু হাসান (৪৮), চম্পা (৩০), পাইকড়া ইউনিয়নের গোলড়া গ্রামের আব্দুল গনির ছেলে আব্দুল্লাহ (৪২), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সূর্যী বালা’র শাশুড়ি পদ্মা রানী (৭০)।
এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৬৯ জনে এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭৫ জন ও মৃত্যু হয়েছে ৪ জনের এবং চিকিৎসাধীন রয়েছে ৯০ জন।