ঢাকা, বুধবার ০৮ মে ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন
মন্ত্রীর দোহাই দিয়ে বিব্রতকর অবস্থায় ফেলবেন না-ইউএনও পদ্মাসন সিংহ
অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জগন্নাথপুরে সব ধরণের উন্নয়ন কার্যক্রম চলবে। যেহেতু এটি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের নির্বাচনী এলাকা, তাই মন্ত্রী মহোদয় বলে দিয়েছেন সবার আগে গরীব মানুষকে সেবা দিতে হবে। তাই অগ্রাধিকার ভিত্তিতে গরীব মানুষের কল্যানে কাজ করবো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জগন্নাথপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য রাজনীতিবিদ ও সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করছি। তবে মন্ত্রীর সাথে সেলফি ছবি দেখিয়ে ও মন্ত্রীর দোহাই দিয়ে কেউ স্বার্থ হাসিলের চেষ্টা করবেন না। পরে দেখা গেলো মন্ত্রী মহোদয় এসব বিষয়ে কিছুই জানেন না। সুতরাং মন্ত্রীর নাম করে কেউ আমাকে বিব্রতকর অবস্থায় ফেলবেন না।

৮ জুন মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গণমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের সাথে পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, আওয়ামীলীগ নেতা শালিসি ব্যক্তি শহিদুল ইসলাম বকুল, উপজেলা কৃষক লীগের সভাপতি ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সাংবাদিক আবদুল হাই, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকমল হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমূখ।

এ সময় জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সহ-সভাপতি মীরজাহান মিজান, মহিলা সম্পাদিকা কলি বেগম, উপজেলা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকুল কর, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা কওছর রশীদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

3 responses to “মন্ত্রীর দোহাই দিয়ে বিব্রতকর অবস্থায় ফেলবেন না-ইউএনও পদ্মাসন সিংহ”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/23498 […]

  2. 토렌트 says:

    … [Trackback]

    […] There you will find 79869 additional Information to that Topic: doinikdak.com/news/23498 […]

  3. ai nude says:

    … [Trackback]

    […] Read More Information here to that Topic: doinikdak.com/news/23498 […]

Leave a Reply

Your email address will not be published.

x