ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
লাখাইয়ে ভুমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আশীষ  দাশ গুপ্ত  লাখাই হবিগঞ্জ 

হবিগঞ্জের লাখাই উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অনলাইনে ডাটা এন্ট্রি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে  আউটসোর্সিং এর নিমিত্ত আগ্রহী শিক্ষার্থীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত  হয়েছে।

গতকাল সোমবার ৭ জুন লাখাই উপজেলা মিলনায়তনে উক্ত  আলোচনা সভায়  বক্তব্য  করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন  ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলার  ভাইস চেয়ারম্যান  আমিরুল ইসলাম আলম, লাখাই থানার ওসি  মোঃ সাইদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  জীবন কুমার দে, বুল্লা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অরুণ চন্দ্র পাল, সাংবাদিক  মহসিন সাদেক ও  প্রমুখ। উক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার  লুসিকান্ত হাজং। পরিচালনা করেন  সহকারী কমিশনার (ভূমি)  মোঃ ইয়াছিন আরাফাত রানা।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, বুল্লা ও বামৈ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ, লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক আশীষ দাসগুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ ও আউটসোর্সিং এ কাজ করতে আগ্রহী লাখাই উপজেলার নাগরিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৭ জন শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

ভূমি উন্নয়ন কর অনলাইনে এন্ট্রির জন্য  নিজ উদ্যোগে তথ্য দিয়ে আউটসোর্সিং এ নিয়োজিত সদস্যদের সহযোগিতা করার উপজেলাবাসীকে  অনুরোধ করেন  সহকারি কমিশনার ভুমি।

2 responses to “লাখাইয়ে ভুমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত”

  1. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/23273 […]

  2. … [Trackback]

    […] There you can find 34499 additional Information to that Topic: doinikdak.com/news/23273 […]

Leave a Reply

Your email address will not be published.

x