ওমানে করোনায় আক্রান্ত হয়ে মিরসরাইয়ের নুরুল মোস্তফার (৫৮) মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের নুরের জামানের পুত্র। ১০ দিন পূর্বে করোনায় আক্রান্ত হয়ে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সোহার বাদর আল সামা হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি চট্টগ্রাম সমিতি ওমানের আজীবন সদস্য, মিরসরাই সমিতি ওমানের উপদেষ্টা ছিলেন। সোমবার সোহার সিটি এলাকায় তার লাশ দাফন করার কথা রয়েছে।
মিরসরাই সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ রিয়াদ জানান, তিনি ১০ দিন যাবত করোনায় আক্রান্ত হয়ে শনিবার দুপুরে মৃত্যুবরণ করেন।
সোমবার ওমান বাংলাদেশ এ্যাম্বাসি থেকে সকল কাগজপত্র সম্পাদনের পর সোহার সিটি এলাকায় তার লাশ দাফন করা হবে।
Leave a Reply