‘পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শণীর আয়োজন’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এর সহযোগিতায় মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে শনিবার (৫ জুন) দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সার্বিক তত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রেয়াজুল হক।
প্রদর্শনীতে ৪০ টি স্টলে উন্নত জাতের গাভী, ষাড়, বø্যাকবেঙ্গল ছাগল, গয়াল, ব্রিডার মুরগী, বিভিন্ন ধরনের সৌখিন পাখি কবুতর, ময়না, টিয়া, কোয়েল, বাজরিগর, লাভ বার্ড, গবাদিপশু ও হাঁস-মুরগীর উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি, ঔষধ ও পশুখাদ্য, বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য মিষ্টি, দই, ঘি, মাখন, বিভিন্ন মেডিসিন কোম্পানির স্টল প্রদর্শিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার বলেন, মেধাবী
জাতি গঠন করতে হলে মাছ, মাংস, ডিম, দুধ খাওয়ার কোন বিকল্প নেই। তাই প্রতিটি বাড়িতে স্ব স্ব উদ্যোগে গরু, হাঁস, ও মুরগীর খামার গড়ে তোলার আহ্ধসঢ়;বান জানান।
Leave a Reply