ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
মিরসরাইয়ে বসত ঘরে মিলল অজগর
মিরসরাই প্রতিনিধি

মিরসরাই বসত ঘরে মিলল অজগর সাপ। শনিবার (৫ জুন) সকাল দশটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর শাহাপুর লাদেন টিলা বায়তুল আশরাফ জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে মিলনের বসতঘর থেকে ৬ ফুট লম্বা এবং আনুমানিক ১০ কেজি ওজনের অজগর সাপ আটক করেছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, শনিবার সকাল দশটার দিকে মিলনের স্ত্রী ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে প্যাচানো অবস্থায় অজগর সাপ দেখে চিতকার করে উঠেন। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এসে অজগর সাপ দেখে সবাই ঘর থেকে বের হয়ে সাপটিকে ঘর থেকে বের করার চেষ্টা করে টিনের বেড়ায় আঘাত করলে সাপটা ঘর থেকে বের হয়ে আসলে ইসমাইল, সোহেল, রাকিব, রাসেলের সহযোগিতায় মাছ ধরার জাঁকি জাল দিয়ে সাপটি আটক করা হয়।

করেরহাট বিট-কাম চেক ষ্টেশন কর্মকর্তা ময়েন উদ্দিন বলেন, অজগর সাপটি উদ্ধার করার জন্য আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published.