করোনার হটস্পর্ট বাগেরহাট জেলায় হু-হু করো বাড়ছে করোনা সংক্রামন। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় নুতন করে ৪৫ জনে করোনা সনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত মোংলা উপজেলায় ২ জনের মৃত্যু হয়েছে। নুতন করে করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে মোংলা উপজেলায় ২০ জন, মোড়েলগঞ্জে ১৪ জন, সদর উপজেলায় ৭ জন, শরণখোলায় ২ জন, রামপালে ১ জন ও চিতলমারীতে ১ জন।
মোংলায় করোনা আক্রান্তদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত জেলায় করোনা সনাক্ত হয়েছে ১ হাজার ৭২৪ জন। মৃত্যু হয়েছে ৪৬ জনের। এখন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।
মোংলা ৮ দিনের কঠোর বিধি নিষেধ চলমান রয়েছে। কঠোর করোনা বিধি নিষেধ ৬ষ্ঠ দিন শুক্রবার পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা মোংলা শহরে প্রবেশ মুখে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও লোকজন চলাচল বন্ধ করতে পারছেনা।
কঠোর বিধি নিষেধের মধ্যেও শহরে লোকজন ও যানবাহনের চলাচল প্রথম দুইদিনের তুলনায় বেড়েই চলেছে। কোথাও কোথাও দোকানপাট খোলা থাকতে দেখা গেছে। অধিকাংশ লোকজন চলাচল করছে মাস্ক বিহীন অবস্থায়। ঢিলেঢালা ভাবে চলছে প্রশাসনের কঠোর বিধি নিষেধ।