সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। বুধবার (২ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মাছিমপুর এলাকার সাবেক মেম্বার হান্নান মিয়ার কলোনীতে এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধারের পাশাপাশি নগদ ৯৫০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, কোম্পানীগঞ্জের চাটিবহর পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আমির উদ্দিন (৭০), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের নারুই জাকির মিয়ার ছেলে আলম মিয়া (১৯) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মজলিসপুর গ্রামের আব্দুল শহিদ মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮)।
বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের। তিনি জানান মাছিমপুর এলাকায় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে অন্য জুয়াড়িরা পালিয়ে যায়। তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
… [Trackback]
[…] Find More here on that Topic: doinikdak.com/news/21973 […]
… [Trackback]
[…] Find More Information here on that Topic: doinikdak.com/news/21973 […]
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/21973 […]