ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৭ অপরাহ্ন
করোনা সংক্রমণ হার বাড়ায় সপ্তাহে ৬দিন পরীক্ষা নেয়া হবে
জাহিদ রানা,মোংলা প্রতিনিধি

করোনা সংক্রমণের হার বাড়তে থাকায় মোংলায় সপ্তাহে দুই দিনের জায়গায় ৬দিন নমুনা সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, সংক্রমণ ও সনাক্তের হার বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে এখানে ল্যাব টেকনিশিয়ান ছিলো না, হাসপাতালের একজন ও এনজিওর একজনকে দিয়ে করোনা পরীক্ষার কাজ করা হতো। সংক্রমণ বাড়ায় জেলা সিভিল সার্জন ডাঃ কেএম হুমায়ুন কবির রামপালের ল্যাব টেকনিশিয়ানকে এখানে দিয়েছন। তাই আজ বৃহস্পতিবারও হাসপাতালে নতুন রোগীদের নমুনা নেয়া হচ্ছে। এরপর সপ্তাহে দুই দিনের জায়গায়  শুক্রবার বাদে বাকী ছয় দিন করোনা পরীক্ষা করা হবে।

এদিকে করোনা বিধি নিষেধের আজ ৫ম দিনে পৌর শহরে সাধারণ লোকজন ও যান চলাচল বেশি দেখা গেছে। বিধি নিষেধের দিন বাড়ার সাথে সাথে সব কিছু যেন ঢিলেঢালা হয়ে পড়ছে। শহরের যেসব পয়েন্টে এর আগে কঠোর ব্যবস্থা নিতে দেখা গেছে সেখানে এখন তেমন একটা নজরদারী দেখা যায়নি। পৌর শহরে চারপাশের লোকজন হরহামেশা প্রবেশ করছে।

এদিকে এ বিধি নিষেধের আওতায় নতুন করে ৬টি ইউনিয়নকেও আনা হয়েছে

One response to “করোনা সংক্রমণ হার বাড়ায় সপ্তাহে ৬দিন পরীক্ষা নেয়া হবে”

  1. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/21960 […]

Leave a Reply

Your email address will not be published.

x