ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
বাগেরহাটে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলায় করোনা সংক্রমণের হার দ্রত বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতার অভাবের বিষয়টি উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন গনমাধ্যমকর্মীরা।

বিশেষ করে স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রম নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন তারা। অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যন্যদের বক্তব্যে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মোহম্মদ রিজাউল করীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার সুব্রত দাস, বাগেরহাট

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি, শেখ আহসানুল করীম, বাবুল সরদার, আহাদ উদ্দীন হায়দার, সাবেক সাধারণ

সম্পাদক মোঃ কামরুজ্জামান, আলী আকবর টুটুল,মাহফুজুর রহমান, সহসভপিতি সাংবাদিক নকীব সিরাজুল হক, যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, মোয়াজ্জেম হোসেন মজনু, ইয়ামিন আলী প্রমুখ।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যেগ নিয়েছে। প্রতিটি উপজেলায় জন সচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণসহ মসজিদে মসজিদে প্রচারণা চালানো হচ্ছে। প্রয়োজনে আমরা আইনও প্রয়োগ করছি।

স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা সৃষ্ঠির পাশাপাশি জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.

x