ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
পাঁচবিবিতে ফেন্সিডিলসহ দুইজন নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৩
রাশেদ ইসলাম, জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় দুইজন নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২জুন) দুপুরে জয়পুরহাটে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানার বালিঘাটা বাসস্ট্যান্ড এর সামনে দুইজন মহিলাসহ একজন পুরুষ মাদকদ্রব্য বিক্রয় করার সময় গ্রেফতার করেন পাঁচবিবি থানা পুলিশ।

পাঁচবিবি থানার এসআই মোঃ সাগর সরকার বলেন, সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারে যে, ফেন্সিডিল বোতল নিয়ে বালিঘাটা বাসস্ট্যান্ডে দুইজন মহিলাসহ একজন পুরুষ মাদকদ্রব্য নিয়ে গাড়ির অপেক্ষা করছে।তল্লাশী করে তিনজনের নিকট থেকে ৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, মোছাঃ রুবি বেগম(২৫), স্বামী মোঃ বেলাল হোসেন, মোছাঃ রহিমা বেগম(৩৫) স্বামী মোঃ আতোয়ার হোসেন, মোঃ মিলন হোসেন(৩৮), পিতা- মোঃ দুলাল হোসেন সকলের উত্তর গোপালপুর গ্রামের পাঁচবিবি থানার জয়পুরহাট জেলার।

x