ঢাকা, রবিবার ০৬ অক্টোবর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
সিলেটের ৬ উপজেলার জাতীয় পার্টির প্রাক্তন কমিটি বিলুপ্ত
আবুল কাশেম রুমন,সিলেট

সিলেট জেলার ৬ উপজেলার জাতীয় পার্টির প্রাক্তন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

১লা জুন ২০২১ ইং সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান আহŸায়ক আলহাজ্ব কুনু মিয়া ও সদস্য সচিব উছমান আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘‘সিলেট সদর উপজেলা, বিয়ানীবাজার,জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানীগঞ্জ উপজেলা’’ সকল কার্যক্রম স্থগিত করে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা কর হয়।

তাছাড়া জানানো হয় এ বিজ্ঞপ্তি প্রকাশিতের পর আগামী ১৫ দিনের মধ্যে নতুন আহŸায়ক কমিটি গঠন লক্ষ্যে স্ব স্ব  উপজেলার জাতীয় পার্টি সিলেট জেলার বর্তমান আহŸায়ক কমিটি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

2 responses to “সিলেটের ৬ উপজেলার জাতীয় পার্টির প্রাক্তন কমিটি বিলুপ্ত”

  1. Los motivos más comunes de infidelidad entre parejas son la infidelidad y la falta de confianza. En una época sin teléfonos celulares ni Internet, los problemas de desconfianza y deslealtad eran menos problemáticos que en la actualidad. https://www.xtmove.com/es/how-to-secretly-hack-my-wife-phone/

  2. toto says:

    … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/21217 […]

Leave a Reply

Your email address will not be published.