ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
মোংলায় চলছে তৃতীয় দিনের কঠোর করোনা বিধি নিষেধ
জাহিদ রানা,মোংলা

মোংলায় চলছে তৃতীয় দিনের কঠোর করোনা বিধি নিষেধ। তবে প্রথম দিনের তুলনায় তৃতীয় দিনে অনেকটা ঢিলেঢালা ভাবে বিধি নিষেধ মানা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, ভোর থেকে সকাল ৯টা ১০টা পর্যন্ত সকল দোকানপাট খোলা থাকছে। ১০টার দিকে প্রশাসন বের হলে সেগুলো বন্ধ করছে। আবার মাঝে মধ্যে খুলে বসেও থাকছে।

সকাল থেকে পৌর শহরে ঘুরে দেখা গেছে বন্ধ রাখার দোকানগুলোও অর্ধেক খোলা রাখা রয়েছে। যানবাহন ও মানুষের চলাচলও বেশি। ভিড় রয়েছে প্রতি মোড়সহ কাঁচা, মাছ, মাংস ও মুদি দোকানগুলোতে।

মাস্ক বিহীন ক্রেতা- বিক্রেতারা। প্রশাসনের নজরদারীও কম বলে জানিয়েছে স্থানীয়রা।

x