ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
কামালবাজারে আটক সেই ১৬ জনকে পুলিশে সোপর্দ
রুবেল আহমদ সিলেট প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকার নবাগি গ্রামের তওফিকুল ইসলাম তাইম নামের এক কিশোরকে তার বাড়ি থেকে ‘অপহরণ’ করতে গিয়ে ১৬ তরুণ ও কিশোর জনতার হাতে আটক হয়েছেন। ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে তাইমকে ‘অপহরণ’ করতে তার বাড়িতে ওই ১৬ জন বলে  অভিযোগ পাওয়া গেছে। আটকের পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে নবাগি গ্রামের কছির মিয়ার বাড়িতে এ ১৬ জনকে আটকের ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে তাদের থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম রাত সাড়ে ১২টায় বলেন, বিষয়টি ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ১৬ জনকে থানায় নিয়ে এসেছি। দুপক্ষের মানুষ আসছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও থানায় উপস্থিত আছেন। আটককৃতদের এখন জিজ্ঞাসাদ করা হবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটককৃতরা বিশ্বনাধের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানান তিনি।

3 responses to “কামালবাজারে আটক সেই ১৬ জনকে পুলিশে সোপর্দ”

  1. Monitoruj telefon z dowolnego miejsca i zobacz, co dzieje się na telefonie docelowym. Będziesz mógł monitorować i przechowywać dzienniki połączeń, wiadomości, działania społecznościowe, obrazy, filmy, WhatsApp i więcej. Monitorowanie w czasie rzeczywistym telefonów, nie jest wymagana wiedza techniczna, nie jest wymagane rootowanie.

  2. Gdy zapomnisz hasła do zablokowania ekranu, jeśli nie wprowadzisz prawidłowego hasła, odblokowanie i uzyskanie dostępu będzie trudne. Jeśli okaże się, że Twój chłopak / dziewczyna jest podejrzana, być może pomyślałeś o włamaniu się do jego telefonu Samsung, aby uzyskać więcej dowodów. Tutaj zapewnimy Ci najlepsze rozwiązanie, jak złamać hasło telefonu komórkowego Samsung. https://www.xtmove.com/pl/how-to-track-samsung-phone-and-hack-password-without-them-knowing/

  3. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/20955 […]

Leave a Reply

Your email address will not be published.

x