সিলেটের ফেঞ্চুগঞ্জের আলোচিত গৃহবধু ধর্ষণ মামলার সকল আসামীকে গ্রেফতার করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের সাজু আহমদ (২০), উছামা মিয়া (২০) ও জুমন মিয়া (১৯)।
সিলেটের পুলিশ সুপারের নির্দেশনা ও ফেঞ্চুগঞ্জ থানার ওসি, ওসি তদন্তের চোখোশ নেতৃত্বে রবিবার (৩০ মে) রাতে অভিযান চালিয়ে বড়লেখা থেকে সাজুকে নামের একজনকে আটক করা হয়। সোমবার (৩১ মে) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে অন্য দুই আসামী উছামা ও জুমনকে আটক করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত দু’জনকে আগামী কাল আদালতে তুলা হবে।
উল্লেখ্য যে, বুধবার (২৬ মে) রাতে ভিকটিম ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। মধ্য রাতে ভিকটিমের শোয়ার কক্ষের দরজা ভেঙ্গে গ্রেফতারকৃত ৩ জন প্রবেশ করে। ধর্ষকরা ২জন গৃহবধূর হাত-পা চেপে ধরে এবং অন্য জন ধর্ষণ করনে। গৃহবধূর চিৎকারে শুনে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ভিকটিমের ভাই বাদি হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
La mejor aplicación de control parental para proteger a sus hijos – monitoriza en secreto GPS, SMS, llamadas, WhatsApp, Facebook, ubicación. Puede monitorear de forma remota las actividades del teléfono móvil después de descargar e instalar apk en el teléfono de destino. https://www.mycellspy.com/es/
Esto puede ser molesto cuando sus relaciones se interrumpen y no se puede rastrear su teléfono. Ahora puede realizar esta actividad fácilmente con la ayuda de una aplicación espía. Estas aplicaciones de monitoreo son muy efectivas y confiables y pueden determinar si su esposa lo está engañando. https://www.xtmove.com/es/how-to-track-and-check-my-wife-phone-remotely-without-knowing/
… [Trackback]
[…] Read More here on that Topic: doinikdak.com/news/20888 […]