ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
মিরসরাইয়ে ৩ দালাল, নারী শিশুসহ ১০ রোহিঙ্গা আটক
মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ৩ দালাল, নারী শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (৩০ মে) রাতে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চরশরৎ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকার ২ নম্বর বি-সাইডের শাহ আলমের চা দোকানের সামনে থেকে জোরারগঞ্জ থানার অধীনে থাকা শিল্পজোন পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। আটককৃত রোহিঙ্গারা হলেন নুর জাহান (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নুর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিশান (১০), জান্নাতুল নাঈমা (৮), জেসমিন আক্তার (১২)। রোহিঙ্গাদের সাগরপথে জনপ্রতি ২০ হাজার টাকা করে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে বের করে আনা পুলিশের হাতে আটক দালালরা হলো চট্টগ্রাম জেলার স›দ্বীপ থানার উড়িয়ার চর এলাকার দিদারুল আলম (২১), নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮) ও জুয়েল (২০)।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি তদন্ত মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, শনিবার রাত দশটার দিকে নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে জন প্রতি ২০ হাজার টাকার বিনিময়ে মালয়েশিয়া পাঠাবে মর্মে ট্রলারযোগে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে রবিবার রাত আটটার দিকে মিরসরাইয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এলাকায় এলে শিল্পনগর পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে দালালসহ আটক হয়। এবিষয়ে জোরারগঞ্জ থানায় দালালদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা (নং-২২) এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈদেশিক আইনে পৃথক মামলা (নং-২৩) দায়ের করা হয়েছে এবং রোহিঙ্গা ও দালালদেরকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

x