ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৫:১৭ অপরাহ্ন
টাঙ্গাইলে পলিথিনে মোড়ানো কন্যা শিশুর লাশ উদ্ধার  
 মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল

টাঙ্গাইল পৌর এলাকার সিএনবি রোড় থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

সোমবার (৩১মে) দুপুরের  দিকে  এ লাশটি উদ্ধার করেন। কন্যা শিশুর লাশটি নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো ছিল।

স্থানীয়রা জানান, সিএনবি রোড দিয়ে যাবার সময় হঠাৎ দেখতে পাই পলিথেনে মোড়ানো একটি নবজাতকের লাশ । কোন পশু-পাখি যেনো নবজাতকের লাশটি নিয়ে যেতে না পারে সেজন্য লাশের পাশে দাড়িয়ে  ৯৯৯ কল দেই । এর আগে  সকাল ৯ টার দিকে তিনি ওই জায়গায় দিয়ে চলাচল করেছেন তখন কোন নবজাতকের লাশ দেখেননি । খুব সম্ভব কেউ রিক্সা বা অটোতে যাবার সময় নবজাতকের লাশটি ফেলে রেখে যায় ।

টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আব্দুল ওহাব জানান, সাড়ে ১১ টার দিকে ৯৯৯ এ কল পেয়ে  ঘটনাস্থলে  সিএনবি রোডে পৌছাঁই । পরে  নাভি কাটা পলিথিনে  মোড়ানো নবজাতক কন্যা শিশুর লাশটি উদ্বার করি । নবজাতকের লাশটি সুরতহাল করে দাফনের ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

x