রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন’র সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছে রামপাল প্রেসক্লাব। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার কোভিড-১৯ এ ্আক্রান্ত হয়েছেন। বিবৃতিতে বলা হয় যে, মহান আল্লাহতায়ালা যেন তাকে করোনা ভাইরাস থেকে সম্পূর্ন মুক্ত করে পূর্ন শারীরিক সুস্থতা দান করেন এবং তিনি যেন আবার ও উপজেলাবাসীকে পূর্বের মত সেবা দিতে পারেন।
বিবৃতিদাতা হলেন রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদি, সহ-সভাপতি মোঃ খৈয়াম হোসেন খিজির, ফকির আতিয়ার রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও মোঃ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজু, মোঃ বজলুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, সুব্রত ঢালী সুব্র, অমিত কুমার পাল, এ্যাড. চয়ন মন্ডল, শেখ শাহনেওয়াজ, শেখ হাফিজুর রহমান, মুনাওয়ার হোসেন রনি, মোঃ রেজাউল করিম, মোঃ আসাদুর রহমান সুজন, মোঃ রুশাদ হোসেন অনিক, মোঃ রবিউল ইসলাম ও মোঃ আব্দুল্লাহ প্রমুখ। উল্লেখ্য অত্যন্ত সদালাপী ও সহজ সরল ব্যবহারের জন্য তিনি অল্প সময়ের মধ্যে রামপালের সর্বস্তরের মানুষের ভালবাসা অর্জন করেছেন।
এছাড়া রামপাল প্রেসক্লাব পরিবার উপজেলা নির্বাহী অফিসার মো: কবির হোসেন মহোদয়ের সুস্থ্যতার জন্য উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।