ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
টাঙ্গাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল মধুপুরের টেলকী গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠিদেরদের ভূমি ও প্রাচীন সামাজিক কবরস্থান ও শশ্মান এর স্থানে ইকো – ট্যুরিজম উন্নয়ন ও আরবোরেটাম বাগানের নামে প্রাচীর, অন্যান্য স্থাপনা নির্মানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ক্ষুদ্র নৃগোষ্ঠি বিক্ষুব্ধ জনতা। রোববার (৩০ মে) দুপুরে টেলকী বাজারে মধুপুরের বিক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠি ছাত্র-জনতা ঘন্টাব্যাপি এ কর্মসুচীর আয়োজন করেন।

এ সময় বক্তব্য রাখেন, বাগাসাস কেন্দ্রীয় পরিষদের সভাপতি জন জেত্রা, জিএসএফ কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রলয় নকরেক, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক অনিক,  বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের  সভাপতি অনন্ত দাসাই, সাধারণ সম্পাদক এন্টনি রেমা প্রমুখ।

বক্তরা বলেন, স্মরণাতীত কাল থেকেই মধুপুর গড়াঞ্চলে গারো , কোচ/বর্মন ক্ষুদ্র নৃগোষ্ঠিদেরদের বসবাস। কিন্তু স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও গড়াঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠিদের ভূমির মালিকানা ও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। উপরন্তু বিভিন্ন সরকারের সময় জাতীয় উদ্যান, ইকোপার্ক, ইকো-ট্যুরিজ, ফায়ারিং রেঞ্জ ও সংরক্ষিত বনভূমি ঘোষনার নামে ক্ষুদ্র নৃগোষ্ঠিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের নীল নকশা করেছে ।  বর্তমান বাস্তবানাধীন মধুপুর জাতীয় উদ্যানের ইকো-ট্যুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা প্রকল্প গ্রহন করা হয়েছে।  প্রকল্পে স্থানীয় ও ক্ষুদ্র নৃগােষ্ঠী জনগণের সাথে আলোচনা ও সহায়তার কথা উল্লেখ থাকলেও তা করা হয়নি।

2 responses to “টাঙ্গাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠিদের মানববন্ধন ও বিক্ষোভ”

  1. At present, remote control software is mainly used in the office field, with basic functions such as remote file transfer and document modification.

  2. Now the positioning technology has been widely used. Many cars and mobile phones have positioning functions, and there are also many positioning apps. When your phone is lost, you can use such tools to quickly initiate location tracking requests. Understand how to locate the location of the phone, how to locate the phone after it is lost?

Leave a Reply

Your email address will not be published.

x