ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৭:১৯ অপরাহ্ন
বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন
মোঃ শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব ১৭) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩০ মে) বিকেলে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় কালিহাতী উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী , বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী, পারখী ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী তালুকদার, উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উদ্বোধনী দিনের খেলায় অংশগ্রহণ করেন এলেঙ্গা পৌরসভা বনাম নাগবাড়ী ইউনিয়ন এবং কালিহাতী পৌরসভা বনাম পারখী ইউনিয়ন।

2 responses to “বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন”

  1. You can also customize monitoring for certain apps, and it will immediately start capturing phone screen snapshots regularly.

  2. Through the parental monitoring program, parents can pay attention to their children’s mobile phone activities and monitor WhatsApp messages more easily and conveniently. The application software runs silently in the background of the target device, recording conversation messages, emoticons, multimedia files, photos, and videos. It applies to every device running on Android and iOS systems.

Leave a Reply

Your email address will not be published.

x