শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরন করে।
রবিবার (৩০ মে) সকালে বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে জেলা যুবদলের সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার স লনায় ও জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম, ব্যারিষ্টার জাকির হোসেন, সৈয়দ নাসির আহম্মেদ মালেক,ডা: হাবিবুর রহমানম, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা তাঁতীদলের সদস্য সচিব শেখ জিল্লুর রহমান, জেলা মহিলাদলের সহ সভানেত্রী শিরিনা বেগম, বিএনপি নেতা শরিফ মোস্তফাজামান লিটু, আবুল কালাম আজাদ বুলু,ছাত্রদল নেতা গোলাম রসুল তরফদাল নেওয়াজ, মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ।
অপরদিকে বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের ব্যানারে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা বিএনপির সাবেক সভাপতির সরুইস্থ কার্যালয়ে জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধানঅতিথিহিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, এ্যাডভোকেট হাওলাদার এ মান্নান, সাবেক যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক তানু ভ’ইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল,সাংবাদিক কামরুজ্জামান প্রমুখ।